Home রাজনৈতিক নবান্নে হল বৈঠক, হিন্দিভাষী ভোট পেতে তেজস্বীকে আসন ছাড়তে পারেন মমতা

নবান্নে হল বৈঠক, হিন্দিভাষী ভোট পেতে তেজস্বীকে আসন ছাড়তে পারেন মমতা

by Kolkata Today

কলকাতা, ১ মার্চ: সোমবার নবান্নে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করলেন আরজেডি নেতা ও লালু-পুত্র তেজস্বী যাদব। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট সম্ভাবনা ক্রমশই দৃঢ় হয়ে উঠেছে। আদৌ এই দুই দল প্রাক নির্বাচনী জোটে যাবে কিনা তা নিয়ে সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

তৃণমূল সূত্রে খবর, বিহার বিধানসভার বিরোধী নেতা ও তৃণমূল নেত্রীর এই বৈঠকের পর বেশ কিছু সমীকরণ বেরিয়ে আসতে পারে। বিধানসভা নির্বাচনে এই দুই দলের জোট হলে তার আসন রফা কী হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

এদিন নবান্নের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তেজস্বী যাদব পরস্পরকে প্রশংসায় ভরিয়ে দেন। বিজেপিকে পশ্চিমবঙ্গে সরকার গড়া থেকে আটকাতে তৃণমূলের হাত শক্ত করার ব্রত নিয়েছেন তেজস্বী যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তেজস্বী যুব নেতা। ওকে বিহার নির্বাচনে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। আজ নয়তো কাল বিহারে তেজস্বীর নেতৃত্বে সরকার হবেই। আমার আশীর্বাদ রইল।’ অন্যদিকে, তেজস্বী বলেন, ‘মমতাজির সঙ্গে আমরা সবসময় আছি। বিজেপিকে আটকাতে হবেই। মমতাজি করোনার সময় যে কাজ করেছেন তা প্রশংসনীয়।’

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনে তৃণমূলের নজরে আসানসোল, হাওড়া ও কলকাতায় বসবাসকারী বিহারি ভোটবাক্সের দিকে। আরজেডি পাশে থাকলে, এই ভোট পাওয়া সুবিধা হবে মমতার। যদি আরজেডি ও তৃণমূল জোটে যায় তবে তা বিজেপি ও সিপিএম-কংগ্রেস জোটের কাছে বড় ধাক্কা হবে। আরজেডি অসম বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিচ্ছে।

Related Articles

Leave a Comment