কলকাতা টুডে ব্যুরো: নেতাজিকে নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে বঙ্গ রাজনীতিতেও বিতর্কের ঝড়। শনিবারও সেই তরজা অব্যাহত থাকল। নেতাজির প্রসঙ্গ টেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কড়া ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন,”মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজারহাটে নেতাজির একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং বিশ্ববিদ্যালয় স্থাপিত করবেন কিন্তু এক বছর শেষ হয়ে যাওয়ার পরেও তার প্রতিশ্রুতি রক্ষা করেন নি।
মাননীয়া মুখ্যমন্ত্রী যে কোনো কিছুরই উদ্বোধনের জন্য এক্সপার্ট। যখন উনি রেল মন্ত্রী ছিলেন তখন তাঁর শিলান্যাস এর জন্য বিভিন্ন স্টেশনের দেয়াল তৈরি করা হয়েছিল শিলান্যাসের জন্য। এবং ওনাকে ডাকা হতো শীলা দি নামে। যে জিনিস উনি শুরু করেছেন, না তার কোনও বাজেট থাকে, না কোনও প্ল্যানিং। কিছুই থাকে না, সবকিছুই মুখ থুবড়ে পড়ে চমকদারির রাজনীতি। কাঁচকলা।”
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
সুকান্ত মজুমদার এর করা আক্রমণের পাল্টা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন বিজেপির কথা বেশি কাজকর্ম আর তার ব্যতিক্রম নয় সুকান্ত মজুমদার। ফিরহাদ এদিন দাবি করেন রাজারহাট এর কাজ সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী তা উদ্বোধন করবেন। কার্যত এদিন চ্যালেঞ্জ নিতে দেখা যায় ফিরহাদ হাকিম কে।নেতাজির জন্ম ভিটে ইস্যুতে এদিন তিনি গেরুয়া শিবিরকে নিশানা করে বলেন, ‘বিজেপি বকে বেশি, কাজ করে কম। মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন তাঁদের জানা নেই। জন্ম ভিটের ওখানে রাস্তা এবং সংস্কারের কাজ করা হয়েছে। ওদের নিজস্ব সমস্যার জন্য পুরোটা কাজ করা যায়নি। এখনও যেটুকু রয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। নরেন্দ্র মোদী শিলান্যাস করেন এবং সর্বনাশ করেন।’
আরও পড়ুনঃ খামখেয়ালী আবহাওয়ার ইঙ্গিত ,রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর
এবারের সাধারণতন্ত্র দিবসে নয়াদিল্লির মাটিতে বাংলার নেতাজি ট্যাবলো–কে অনুমতি দেওযা হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফোকাস ছিল নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক এই ট্যাবলো–কে ছাড়পত্র দেয়নি। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতরকের ঝড়ের গতি কোন দিকে যায় সে দিকেই নজর সকলের।
Topics
Netaji Subhas Chandra Bose Firhad Hakim BJP TMC Administration Kolkata