Home খেলাধুলাফুটবল নাটকীয় ম্যাচে হল ৫ গোল, হাবাসের মুখে হাসি ফোটালেন সেই কৃষ্ণা

নাটকীয় ম্যাচে হল ৫ গোল, হাবাসের মুখে হাসি ফোটালেন সেই কৃষ্ণা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ নাটকীয় ম্যাচে ৫ গোল। দ্বিতীয়ার্ধেই ৪ গোল। দুরন্ত প্রত্যাবর্তন সবুজ মেরুনের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থেকেও জয়ে ফিরল এটিকে মোহনবাগান। প্রথম পর্বের ম্যাচের মত এবারও নায়ক রয় কৃষ্ণা। জোড়া গোল করে নায়ক ফিজির স্ট্রাইকার। ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন। অভিষেকেই গোল পেলেন ব্রাজিলীয় মার্সেলিনহো। যদিও ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল পায় কেরালা ব্লাস্টার্স। সাহাল আব্দুল সামাদের পাস থেকে প্রায় মিডফিল্ডে বল পান গ্যারি হুপার। ৩৫ গজ দূর থেকে বাঁ পায়ের চেটো দিয়ে করা শটে গোল পান তিনি। অরিন্দম এগিয়ে দাঁড়িয়ে থাকায় বল গোলে ঢোকে। গোল পেয়ে বাগান রক্ষণে আক্রমণের ঝড় তোলে কিবু ভিকুনার দল।

গোলের খোঁজে দ্বিতীয়ার্ধে প্রণয় হালদার ও মনবীর সিংকে নামান বাগান কোচ হাবাস। ৫১ মিনিটে ব্যবধান বাড়ায় কেরালা। সাহালের কর্নার থেকে রাহুল কেপির ফ্লিক ধরে জটলার মধ্যে থেকে গোল করেন কোস্তা। ৫৯ মিনিটে প্রথম গোল পায় এটিকে মোহনবাগান। মনবীরের পাস থেকে বল ধরে বিপক্ষ গোলকিপার আলবিনোকে বোকা বানিয়ে গোল করে যান মার্সেলিনহো। ৬৫ মিনিটে পেনাল্টি কিক থেকে সমতাসূচক গোল পায় মেরিনার্সরা। কেরালার এক ডিফেন্ডার বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। গোল করতে কোনও ভুল করেননি রয় কৃষ্ণা।

৮৭ মিনিটে জয়সূচক গোল করেন সেই রয় কৃষ্ণা। সন্দীপের ভুল ক্লিয়ারেন্স থেকে পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়ে গোল করে যান এটিকে মোহনবাগানের গোলমেশিন। শেষের দিকে সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিক পেতেই পারতেন ফিজির এই স্ট্রাইকার।

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু নম্বরেই থাকল এটিকে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বই সিটি এফসি। ১৫ ম্যাচে ১৫পয়েন্ট নিয়ে ৯ নম্বর স্থানে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্স।

Related Articles

Leave a Comment