কলকাতা টুডে ব্যুরো: চলে গেলেন প্রবাদপ্রতিম কার্টুনিস্ট, অলঙ্করণ শিল্পী তথা শিশু সাহিত্যিক। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন,”“শ্রী নারায়ণ দেবনাথজি তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি”।
বার্ধক্যজনিত অসুস্থতার জেরে গত ২৪ ডিসেম্বর কলকাতার নার্সিংহোমে ভর্তি হন নারায়ণবাবু। নার্সিংহোমে শয্যাশায়ী অবস্থাতেই দিনকয়েক আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘পদ্মশ্রী’ সম্মান। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা হাসপাতালে দেখতে যান তাঁকে। সেখানেই পরিবার-পরিজনদের উপস্থিতিতে প্রবীণ শিল্পীকে সম্মানিত করা হয়।