Home ভিডিও নির্বিঘ্নে মাধ্যমিক করাতে উদ্যোগী প্রশাসন, প্রশ্ন ফাঁস নিয়ে বিস্ফোরক দিলীপ

নির্বিঘ্নে মাধ্যমিক করাতে উদ্যোগী প্রশাসন, প্রশ্ন ফাঁস নিয়ে বিস্ফোরক দিলীপ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হল। মাধ্যমিকে নকল রুখতে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সোমবার থেকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাভিত্তিক বিভিন্ন ব্লকে এই নেট পরিষেবা বন্ধ থাকবে বলে রবিবারই আগাম বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। এদিন কলকাতা পুলিশের নগরপাল সংবাদমাধ্যমকে জানান মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।

গতবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশিরভাগ দিনই পরীক্ষা শুরুর আগে হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। ব্যাপক টোকাটুকির ঘটনাও ঘটে। সেসব রুখতে এবার অত্যন্ত সাবধানী মধ্যশিক্ষা পর্ষদ। তবে ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত প্রসঙ্গে সোমবার সকালে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।তিনি বলেন,”কোথা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে তার খোঁজ না করে ইন্টারনেট বন্ধ রাখা মানুষকে সমস্যায় ফেলার নামান্তর। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হবে। বহু জরুরি পরিষেবাও আটকে যাবে।”

দিলীপ ঘোষ  বলেন, “যেখানে সমস্যা সেখানে গিয়ে সমস্যার সমাধান দরকার। কিছু এলাকা চিহ্নিত করা গিয়েছে, যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়। আমার তো মনে হয় ডিপার্টমেন্ট থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়। ডিপার্টমেন্টটা যদি নিয়ন্ত্রণে না থাকে, সেখানে টাকাপয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়। সরকারি দফতরগুলি দুর্নীতিতে ভরে গিয়েছে। সুতরাং প্রশ্নপত্র যেখানে ফাঁস হচ্ছে, সেখানে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া কোনও বুদ্ধিমানের কাজ নয়।”

Topics

Dilip Ghosh Madhyamik  Education Students Administration Kolkata

Related Articles