Home ভিডিও নেতাজিকে নিয়ে ১২৫ তম জন্মবার্ষিকীর দিনেও শাসক-বিরোধীর তরজা অব্যাহত থাকল

নেতাজিকে নিয়ে ১২৫ তম জন্মবার্ষিকীর দিনেও শাসক-বিরোধীর তরজা অব্যাহত থাকল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রেড রোডে নেতাজি মৃর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এখান থেকেই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন তিনি।

বলেন, ‘‌আজ ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত স্বাধীনতা সংগ্রামীদের পুষ্পার্ঘ্য নিবেদনের কর্মসূচি চলবে রাজ্যজুড়ে। তারপর ১৫–২১ অগস্ট এই কর্মসূচি ফের পালন করা হবে। তাম্রলিপ্ত সরকারের জন্য তমলুকে অনুষ্ঠান করা হবে। একইসঙ্গে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পুস্তিকা প্রকাশ করা হবে।’‌ তারপরই মুখ্যমন্ত্রীকে দেখা যায়, নেতাজির জন্মক্ষণ ১২টা ১৫ মিনিটে বেজে উঠতেই শঙ্খ বাজাতে। নেতাজি পরিবারের সদস্যরাও পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

এরপরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এনসিসি’‌র আদলে স্কুলে–কলেজে জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় হবে। ইচ্ছে ছিল নেতাজির জন্মদিবসে পদযাত্রা করবো। কিন্তু করোনাভাইরাসের আবহে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘যাঁরা ধর্মের নামে দেশ ভাগ করতে চাইছেন, তাঁদের বলব দয়া করে নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ পড়ে দেখুন। ভাগাভাগি করে, দেশভাগ করে জাতীয়তাবাদ দেখানো যায় না। আমি চাই গান্ধীজি কাকে বেশি ভালবাসতেন, তা নিয়ে বিতর্ক হোক। স্কুলের পাঠ্যপুস্তকে পড়ানো হোক দেশপ্রেমের ইতিহাস। একটা অমর জ্যোতি নিভিয়ে দিয়ে, শুধু নেতাজির মূর্তি বসিয়ে সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানানো যায় না।’

সেখানে তিনি কেন্দ্র নেতাজির মৃত্যু রহস্য নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন। বলেন, ‘কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে, নেতাজির রহস্যের উন্মোচন হবে। অথচ আজও তা হল না। আমরা সব নথি দিয়ে সাহায্য করেছিলাম। অথচ আজও রহস্যের সমাধান হল না। আজ স্ট্যাচু বানিয়েছেন। সেখানে জন্মদিন লিখেছেন। মৃত্যুদিন লিখতে পারবেন তো? আমরা কেউ লিখতে পারব না। এতদিন দেশ স্বাধীন হয়েছে। অথচ আজও আমরা জানি না তিনি কোথায় গেলেন। হারিয়ে গেলেন? অদৃশ্য হয়ে গেলেন?’

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার কেন্দ্রীয় সরকারকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। এর আগেও তিনি কেন্দ্রীয় সরকারকে এই অনুরোধ জানিয়েছেন।রবিবার একটি টুইটে বলেছেন, “আমরা আবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি যে নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হোক যাতে সমগ্র দেশ জাতীয় নেতাকে শ্রদ্ধা জানাতে এবং সবচেয়ে উপযুক্ত উপায়ে #দেশনায়কদিবস উদযাপন করতে পারে।”

আরও পড়ুনঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে টুইট রাষ্ট্রপতির

এদিন মুখ্যমন্ত্রী কে তোপ দাগল পদ্ম শিবির। নেতাজির 125 তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় বিজেপির রাজ্য সদর দপ্তরে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে করা আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন,” মুখ্যমন্ত্রীর উচিত আজকের দিনে বিতর্কের উর্দ্ধে থাকা। ছুটির কথা বলছেন।গোটা রাজ্যটাকেই তো উনি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ। মুখ্যমন্ত্রী যেটা মনে মনে চান সেটাই লিখেছেন।”

পাশাপাশি এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।তিনি বলেন,”নেতাজির নামে বিশ্ববিদ্যালয় হবে বলেছিলেন। আজাদ হিন্দ ফৌজের নামে ব্যাটালিয়ন হবে বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি পালন করেননি মুখ্যমন্ত্রী।”

সুকান্ত মজুমদার আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন,” ছুটি ঘোষণার থেকে বড় বিষয় নেতাজির মতো কর্মযোগী কে শ্রদ্ধা জানাতে দেশের জন্য এই দিনে কিছু কাজ করাই তাঁকে সঠিক শ্রদ্ধা জানানো।
পশ্চিমবঙ্গ সরকারের ক্লাস টেন এর ইতিহাস বই পড়েছি। মনে হয়েছে শুধুমাত্র কোনও একটা পরিবারের স্বাধীনতা সংগ্রামে যোগদানের কথা বলা হয়েছে। নেতাজি সেইভাবে জায়গা পায়নি। অন্য মহাপুরুষরাও উপযুক্ত জায়গা পায়নি। ট্যাবলো বিতর্ক ঢাকতে হলোগ্রাম কীনা তা পরের ব্যাপার কিন্তু রাজারহাটে নেতাজির মূর্তি বসানো হবে বলে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তার কি হল?”

 

Topics

Netaji Subhas Chandra Bose  Mamata Banerjee  Birth Anniversary Tribute  Kolkata

 

Related Articles

Leave a Comment