Home ভিডিও ‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের

‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”নেতাজি রাজনীতি।
নেতাজি নিয়ে রাজনীতি কিসের?? নেতাজি সম্পর্কে যদি সত্যিই শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন ,স্বাধীনতা সংগ্রামের ট্যাবলো। এটাতো কোন তৃণমূল কংগ্রেস লেখা ট্যাবলো নয়। তাহলে সেটাকে অনুমতি দিতে বাধা কোথায়? এর মধ্যে রাজনীতি কি করে আসে! সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত! যদি রাজনীতি কেউ করে থাকে বিজেপি করছে। নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে।”

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

তিনি বলেন,”ট্যাবলোএখন চাপ পড়ে বাপ বলছে কিনা জানিনা। দিলীপ দার মাথার মধ্যে ঢুকে রয়েছে রাজনীতি।”

ডায়মন্ড মডেল প্রসঙ্গে ফিরহাদ হাকিম বললেন,”
পজিটিভিটি রেট কমছে। আমরা আরো কিছুদিন দেখব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা,জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

ডায়মন্ডহারবার একটি গ্রামীণ এলাকায এর সঙ্গে কলকাতাকে গুলিয়ে ফেলবেন না। কলকাতা আরবান সিটি। সারা রাজ্য থেকে এখানে লোকজন আসে। পৃথিবীর যেখানে জনঘনত্ব বেশি সেখানেই পজিটিভিটি রেট বেশি থাকে।”

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১,৪৪৭ জন,কলকাতায় আক্রান্ত ২১৫৪

অমিত মালব্যর ট্যুইট প্রসঙ্গে তিনি বলেন,”এটা অন্য কিছু নয়। যদি কেউ নিজের সংসদ এলাকা নিয়ে ভালো কিছু করেন, তাহলে দেশটাই ভালো হয়ে যায়। এটা নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নেই।”

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবার মডেলের সাফল্য নিয়ে ফের পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুরসভার অধিবেশন ও মেয়র পরিষদ বৈঠক প্রসঙ্গে বলেন,”
করোনা পরিস্থিতিতে একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে হয় সেই জন্যই অধিবেশন টাউনহল নিয়ে যাওয়া হয়েছে। আর মেয়র পরিষদ বৈঠক নেওয়া হয়েছে পুরসভার টেন্ট। আসলে পুরসভার বিভিন্ন সম্পত্তি রয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে এই ধরনের মিটিং হলে তা পরোক্ষে দেখে নেওয়া যায়।”

নেতাজির ফাইল নিয়ে বললেন,”এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি। রাজ্য সরকার যা ফাইল ছিল সব প্রকাশ্যে এনেছে। এবার কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি প্রকাশ করা হোক সবকিছু।
নেতাজি সারা ভারতের, বিশ্বের কিন্তু তিনি বাংলা থেকে গেছেন, এটা আমাদের আমাদের গর্বের। তাকে নিয়ে গর্ব করব না, ট্যাবলো করবো না??”

অনেক মানুষ সচেতন হয়েছেন তবুও যারা এখনও মাস্ক পড়ছেন না তারাও সচেতন হবেন। কলকাতায় এমনিতেই বেশিরভাগ মানুষ সচেতন।”

Topics

Firhad Hakim Mayor KMC Covid19 Vaccine Health  Kolkata

Related Articles

Leave a Comment