কলকাতা টুডে ব্যুরো:এবছর নেতাজির ১২৬-তম জন্মজয়ন্তী। তার জন্ম জয়ন্তীতে নেতাজি কে নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাতের প্রত্যক্ষ হল দেশবাসী। একদিকে যেখানে 26 শে জানুয়ারির অনুষ্ঠানে পশ্চিম বঙ্গ সরকারের ট্যাবলো কে বাতিল করেছে কেন্দ্র সরকার সেখানেই দিল্লির ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসু-র মূর্তি। শুক্রবার টুইট করে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, “এই সময়ে সারা দেশে নেতাজি সুভাষচন্দ্র বসু -র ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়া গেটের নেতাজির একটি গ্রানাইটের মূর্তি স্থাপন করা হবে। তাঁর কাছে ভারতের ঋণের কথা মনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নেতাজীকে নিয়ে এমন পদক্ষেপ রাজ্য কেন্দ্র সংঘাতে ইতি টানতে কি নিয়েছে কেন্দ্র সরকার সে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির অনুষ্ঠানে ট্যাবলো বাতিল হওয়ার পরেও নেতাজিকে তার 125 তম জন্মদিনে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
শনিবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের পক্ষ থেকে একটি ট্রামের উদ্বোধন করলেন মদন মিত্র। এই ট্রাকটিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন ধরনের ছবি দিয়ে সাজানো হয়েছে।
পাশাপাশি মদন মিত্র কেন্দ্র পক্ষ থেকে ইন্ডিয়া গেটে অমরজ্যোতি স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত সমালোচনা করলেন মদন মিত্র।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে নয়া পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার। এবার ২৪ জানুয়ারির পরিবর্তে নেতাজির জন্মবার্ষিকী ২৩ জানুয়ারি থেকে উদযাপন করা হবে প্রজাতন্ত্র দিবস। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা।
Topics
Netaji Subhas Chandra Bose Madan Mitra Tram Administration Kolkata