Home সংবাদবর্তমান ঘটনা নেতাজি জন্মজয়ন্তীতে মোদির টুইট, দেশবাসীকে পরাক্রম দিবসের শুভকামনা

নেতাজি জন্মজয়ন্তীতে মোদির টুইট, দেশবাসীকে পরাক্রম দিবসের শুভকামনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:গত বছর নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকার৷ রবিবার ২৩ জানুয়ারির দিন টুইট করে গোটা দেশকে পরাক্রম দিবসের শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী মোদী এক টুইট বার্তায় লেখেন, ‘সকল দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই। আমাদের জাতির জন্য তাঁর অসামান্য অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত।’

প্রধানমন্ত্রী আজই ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত শুক্রবার প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “সারা দেশ যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের 125 তম জন্মজয়ন্তী পালন করছে, তখন এটা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত যে, গ্রানাইট পাথরের তৈরি তাঁর একটি মূর্তি বসানো হবে ইন্ডিয়া গেটে ৷ ভারত যে তাঁর কতটা ঋণী, তার প্রতীক হিসেবে থাকবে ওই মূর্তি ৷” যতদিন না ওই মূর্তি তৈরি হচ্ছে, ততদিন একটা হলোগ্রাম মূর্তি সেখানে বসানো হবে বলে জানান তিনি ৷

Topics

Netaji Subhas Chandra Bose  PM Modi  India Gate  Statue  Administration  Kolkata

Related Articles

Leave a Comment