Home ভিডিও “নেতাজি” নিয়ে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের

“নেতাজি” নিয়ে বিজেপিকে তোপ ফিরহাদ হাকিমের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি অগ্নিশিখা নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

“অমর জ্যোতি জওয়ান” কেন্দ্রের পক্ষ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ফিরহাদ হাকিম জানান যে “আমার জ্যোতি জওয়ান” মোদীর নয়। যারা ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি অবমাননা করেছেন মোদী সরকার। তাদের অবমাননা করার ক্ষমতা নেই এই সরকারের। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের কে অবমাননা করছে।
যারা প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো পরিদর্শন করতে দিচ্ছে না তারা আবার নেতাজির মূর্তি বসানোর কথা বলছে। নেতাজি কে সম্মান জানানোর জন্য “অমর জ্যোতি জওয়ান” সরিয়ে নিয়ে যাওয়ার কি দরকার। আসলে তারা চাপে বলছে বাপ।

আরও পড়ুনঃ ঠিকা আওতায় বাড়ি তৈরীর জন্য ঋণের ব্যবস্থা করে দেবে পুরসভাই, ঘোষণা ফিরহাদ হাকিমের

দিল্লির অমরজ্যোতি জওয়ান ভারতবর্ষের যে সমস্ত বীর যোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তাদেরকে সম্মান জানাতেই করা হয়েছিল। এছাড়াও তিনি বলেন এদিন দিল্লিতে যা হয়েছে তাতে দেশের সেই সমস্ত শহীদ বীর যোদ্ধাদের অবমাননা করা হয়েছে। অমরজ্যোতি জওয়ান সরানোর ঘটনা ভারতবর্ষের সেনাবাহিনী ও সাধারণ মানুষকে অপমান করা হচ্ছে। আগে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িক সরকার হিসেবে পরিচিত ছিল। এখন এটা এর সাথে পাগলের সরকার এ পরিণত হয়েছে। নেতাজির মূর্তি বসানোর জন্য ইন্ডিয়া গেটের সোজাসুজি জায়গা আছে, সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করা যেত।

Topics

Firhad Hakim  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment