কলকাতা টুডে ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ অনুষ্ঠান চলছে দেশজুড়ে।নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে ট্যুইট বার্তায় শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন টুইটারে তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে ১২৫ তম জন্মবার্ষিকীতে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানাচ্ছে গোটা ভারত। মুক্ত ভারত-আজাদ হিন্দ গঠনে তাঁর সাহসী পদক্ষেপ তাঁকে জাতীয় আইকনে পরিণত করেছে। তাঁর আদর্শ এবং আত্মত্যাগ প্রতিটি ভারতীয়কে সর্বদা অনুপ্রাণিত করবে।”
India gratefully pays homage to Netaji Subhas Chandra Bose on his 125th birth anniversary. The daring steps that he took to fulfil his fierce commitment to the idea of a free India — Azad Hind — make him a national icon. His ideals and sacrifice will forever inspire every Indian.
— President of India (@rashtrapatibhvn) January 23, 2022
অন্যদিকে এদিন সন্ধে ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে এই গ্রানাইটের মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় থাকবে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু। এদিকে এর আগে দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। সেটি ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
Topics
Netaji Subhas Chandra Bose President Ram Nath Kovind Birth Anniversary Tribute Administration Kolkata