কলকাতা টুডে ব্যুরো: পতৌদি তথা নবাব পরিবারে আরও এক নতুন অতিথি। ফের পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। রবিবার ছেলের জন্ম দিয়েছেন বেবো। এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রথম ফাঁস করলেন করিনার কাছের বন্ধু, নামি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।
এর আগে জানা গিয়েছিল ১৫ ফেব্রুয়ারি নবাব পরিবারের নতুন সদস্য আসছে। যদিও বিশেষ কারণে অপেক্ষা বাড়িয়েছেন করিনার দ্বিতীয় সন্তান। অবশেষে রবিবার সকালে ভূমিষ্ঠ হল সইফ-করিনার দ্বিতীয় সন্তান। তবে এই নিয়ে চতুর্থবার বাবা হতে চলেছেন সইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সইফের দুই সন্তান সারা ও ইব্রাহিম। সন্তানসম্ভবা পর্বে একের পর এক শ্যুটিং সেরেছেন করিনা।
তারকা দম্পতির প্রথম সন্তান তৈমুর, জন্মের পর থেকেই সংসাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার নয়নের মণি। এবার তৈমুরের ভাইকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার পালা। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সইফ-করিনা। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম দেন বেবো।
তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের ডিসেম্বরে। দু মাস আগেই চার বছর পূর্ণ করেছে তৈমুর। আর এবার দাদা হল ছোট্ট তৈমুর আলি খান। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের বিরতি নিয়ে শীঘ্রই কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।