কলকাতা টুডে ব্যুরো: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন বর্ষীয়ান শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবারই তাঁর কাছে ফোন আসে এই সম্মান গ্রহণ করার জন্য, শিল্পী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই সম্মান গ্রহণ করতে পারবেন না। শাস্ত্রীয় সঙ্গীত থেকে সিনেমায় প্লে-ব্যাক, বেসিক গানের অ্যালবাম, তাঁর কাজের ব্যাপ্তি অনেকটাই। তা না জেনে কেউ তাঁকে সম্মান দিতে চাইলে তা তিনি গ্রহণ করবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন গীতশ্রী।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
জানা যায়, কেন্দ্রীয় সরকার আগে থেকে কিছু জানায়নি। ফোনে যেভাবে পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব রাখা হয় শিল্পীর কাছে, তা অত্যন্ত অসম্মানজনক মনে হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
ক্লাসিক্যাল সঙ্গীতের পাশাপাশি ফিল্মি দুনিয়াতেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানের সংখ্যা নেহাত কম নয়। একসময়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে গান গেয়েছেন তিনি। পাশাপাশি নিজস্ব অ্যালবামও বের করেছেন। এহেন প্রবাদপ্রতীম শিল্পীর কাছে তাচ্ছিল্যের সঙ্গে পদ্মশ্রী সম্মানের প্রস্তাব আসায়, তিনি অসম্মান বোধ করেছেন বলে জানিয়েছেন। আর তাই এর জবাবে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছেন।
Topics
Padma Award Sandhya Mukherjee Singer Administration Kolkata