কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই নির্বাচনী উত্তাপ বাড়ছে। পাল্লা দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক পালাবদল। তার ঢেউ আছড়ে পড়েছে টলিপাড়াতেও। একদিকে ঘাসফুল, অন্যদিকে পদ্মফুল, পশ্চিমবঙ্গে ভোটের ময়দানে যুযুধান দুই দলে তারকা-যোগ চলছেই। এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার।
বৃহস্পতিবার রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন পায়েল। কলকাতার হেস্টিংস এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে পায়েলের অনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। বিজেপিতে যোগ দিয়ে পায়েল বললেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে তাঁর। তবে পরক্ষণেই সাবধানী মন্তব্য অভিনেত্রীর। বললেন, ‘এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে।’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পায়েল গত কয়েক বছর ধরে টলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ। ইদানিং তাঁকে সিনেমায় খুব একটা বেশি না দেখা গেলেও ওয়েব প্ল্যাটফর্মে কাজ করছেন চুটিয়ে। তবে রাজনীতির অলিন্দে তাঁর এই প্রবেশ সত্যিই চমকে দিয়েছে সকলকে। কারণ, তাঁকে কোনওদিনই সেভাবে রাজনৈতিক পরিসরে দেখা যায়নি। পায়েল যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন, তেমন কোনও জল্পনাও ছিল না।
উল্লেখ্য, এর আগে রুদ্রনীল ঘোষ, পাপিয়া, সৌমিলি থেকে যশ দাশগুপ্তরা পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষরা। বলা যায়, টলিপাড়া এখন কার্যত দুটি শিবিরে বিভক্ত।