Home খেলাধুলাক্রিকেট পন্তের অজস্র ক্যাচ মিসে সিডনি টেস্টের প্রথম দিনের শেষে বেকায়দায় ভারত

পন্তের অজস্র ক্যাচ মিসে সিডনি টেস্টের প্রথম দিনের শেষে বেকায়দায় ভারত

by Kolkata Today

সিডনি, ৭ জানুয়ারি: সিডনি টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে বেকায়দায় ভারত। কিছুটা এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন। অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু অষ্টম ওভারে বৃষ্টি নামায় প্রথম সেশনের খেলা শেষ করা যায়নি। লাঞ্চের বেশ কিছু পরে বৃষ্টি থামলে ফের শুরু হয় খেলা। কিন্তু ওয়ার্নারকে শুরুতে ফিরিয়ে দিয়েও এসসিজি-র সহজ ব্যাটিং উইকেটে ভারতের লড়াইটা কঠিন হয়ে গেল ঋষভ পন্তের সৌজন্যে। উইকেটের পিছনে দাঁড়িয়ে অজস্র ক্যাচ মিস করলেন দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান। অজি ওপেনার উইল পুকোভস্কির অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরিই সম্ভব হত না পন্ত না থাকলে। পরপর ম্যাচে ঋদ্ধিমান সাহাকে বাইরে রেখে খেলার মাশুল দিতে হচ্ছে ভারতীয় দলকে।

প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের বলে পুকোভস্কির ক্যাচ ফেললেন। পরে সিরাজের বলে ক্যাচ ফেলেন পন্ত। প্রথমে ২৬ রানের মাথায়, তার পর ৩২ রানের মাথায় দুটো ক্যাচ পড়ে। পুকোভস্কি থামেন ৬২ রানে। তাঁকে ফেরান ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা নভদীপ সাইনি।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ২ উইকেটে ১৬৬ রান করেছে অস্ট্রেলিয়া। দিনের শেষে স্টিভ স্মিথ (৩১ রানে অপরাজিত) এবং মারনাস লাবুশানের (৬৭ রানে অপরাজিত) ব্যাটে ভর করে বেশ ভাল জায়গায় অস্ট্রেলিয়া। টস হেরে ফিল্ডিং করে প্রথম দিন ভারতীয় বোলাররা কেউই সেইভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারলেন না। উইকেটও অনেক সহজ হয়ে যায়।

চা বিরতির পরেও বৃষ্টির জন্য খেলা শুরু করতে দেরি হয়। প্রথম দিন মাত্র ৫৫ ওভার খেলা হয়। দিনের শেষে মাত্র ২ উইকেট হারিয়ে বড় স্কোরের পথে অজিরা। দ্বিতীয় দিন ম্যাচে ফেরার নতুন লড়াই রাহানেদের।

Related Articles

Leave a Comment