Home সংবাদবর্তমান ঘটনা পরপর চারবার চিকিৎসক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত নির্মল মাজি

পরপর চারবার চিকিৎসক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত নির্মল মাজি

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পরপর চারবার চিকিৎসক সংগঠন IMA-এর কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিৎসক-বিধায়ক।

IMA-এর সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী। সহ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়। বিরোধীপক্ষের আরেক প্রার্থী অনির্বাণ দলুই কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

তাঁর জয়ের ব্যবধান ২৮টি ভোট। নির্মল মাঝি জানিয়েছেন, তাঁর পরের লক্ষ্য IMA-এর রাজ্য শাখা। যার সম্পাদক চিকিৎসক-সাংসদ শান্তনু সেন।

Topics

IMA  Election  Nirmal Maji Administration Kolkata

Related Articles