Home ভিডিও পরিবহণ দফতরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি করার অভিযোগ  সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

পরিবহণ দফতরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি করার অভিযোগ  সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:‌এবার পরিবহণ দফতরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি করার অভিযোগ আনলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, পরিবহণ দফতরে এখন শুধু টাকার খেলা চলছে। তোলাবাজি চরমে উঠেছে।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

বুধবার থেকে সংশোধিত মোটর ভেহিক্যালস আইন চালু হয়েছে। এই আইনের বলে জরিমানার টাকা অনেকটাই বেড়ে গিয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, ‘‌পরিবহণ দফতরে শুধু টাকাই টাকা। কম স্পিডে গেলেও টাকা আবার বেশি স্পিডে গেলেও টাকা। কাউকে যদি অপ্রকৃতস্থ মনে হয়, তাহলেও টাকা।’‌ একইসঙ্গে তিনি জানান, এর ফলে অনেক গাড়ি, ম্যাটাডোরকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেককেই পরিস্থিতির চাপে পড়ে গাড়ি বন্ধ রাখতে হচ্ছে।

আরও পড়ুনঃ ফের রাজ্যের মুখ্য সচিবকে তলব করলেন রাজ্যপাল

সিপিএম নেতা অভিযোগ করেন, নিউটাউন, ই এম বাইপাসের মতো রাস্তায় ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটারের বেশি গতি তুললেই জরিমানার কোপে পড়তে হয়। হাইরোডগুলিতে যদি গতিবেগ বেঁধে দেওয়া হয়, তাহলে হাইরোড করা হয়েছে কেন?‌ বাইপাস করা হয়েছে কেন?‌ সুজনবাবুর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ট্রাফিক আইন খুব লঙ্ঘন করা হচ্ছিল। সেই কারণে এই জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

Topics

Sujan Chakraborty  CPM  Congress  BJP TMC Administration  Kolkata

Related Articles

Leave a Comment