Home ভিডিও ‘পশ্চিমবঙ্গ- গণতন্ত্রের গ্যাস চেম্বার,’ তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু

‘পশ্চিমবঙ্গ- গণতন্ত্রের গ্যাস চেম্বার,’ তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:দিনহাটায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর উপর হামলার অভিযোগ তুলে রাজ্যের পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘পশ্চিমবঙ্গ- গণতন্ত্রের গ্যাস চেম্বার’ বলেও টুইটে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। পাশাপাশি শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও আপলোড করে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুললেন।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

 

বুধবার দিনহাটা মহকুমা শসাকের দফতরের সামনে বিজেপি প্রার্থী ও বিধায়কদের উপর হামলার অভিযোগ ওঠে। ওই দিন কোচবিহার দক্ষিণের মিহির গোস্বামী-সহ বিজেপির দুই বিধায়ক দলের প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। মিহির গোস্বামী-সহ অন্যদের লক্ষ্য করে ডিম, ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক গন্ডগোল। বচসা-ধাক্কাধাক্কিতে উত্তেজনা চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনহাটার ঘটনা নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনকে তুলোধনা করেছেন।
বিজেপি বিধায়ক এদিন টুইটে লিখেছেন, ”পশ্চিমবঙ্গ- গণতন্ত্রের গ্যাস চেম্বার। দিনের আলোয় পুলিশের সামনেই কোচবিহারের দিনাহাটায় আক্রান্ত হলেন বিজেপি সিনিয়র নেতা তথা বিধায়ক মিহির গোস্বামী। তাদের এই সাহস রয়েছে, কারণ তারা জানে পুলিশে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না।”যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

 

 

Topics

Suvendu Adhikary BJP TMC  Administration Kolkata

Related Articles