Home ভিডিও পশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

পশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রবিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি। আগামী সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।পশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত ৷ অকালবৃষ্টিতে যা দেখা যাচ্ছে, মকর সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে ৷

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। বাদবাকি জেলাতে হালকা বৃষ্টি। রাতের তাপমাত্রা আগামী 48 ঘণ্টায় খুব একটা পরিবর্তন হবেনা। 48 ঘন্টা পর থেকে এ রাতের তাপমাত্রা 2 থেকে 3° কমবে। দুই থেকে তিনদিন পরে আবার দুটি পশ্চিমী ঝঞ্জা আসছে। তারপর আবার তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টা হালকা বৃষ্টি হতে পারে। 15 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে । উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামীকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দুদিন ঘন কুয়াশা থাকবে। 16 তারিখ থেকে দুই বঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

Topics

Sanjeev Banerjee  DDGM Alipore Weather Office  Rainfall  Winter Administration Kolkata 

Related Articles

Leave a Comment