কলকাতা টুডে ব্যুরো:রবিবার গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিবস উপলক্ষে রাসবিহারী গুরুদ্বারে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ-সভাতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এখানে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বললেন,” আজ ভারতবর্ষে যে ধরনের বিচ্ছিরি তা দেখা দিচ্ছে গোবিন্দ সিংয়ের ভারতবর্ষে হিন্দু সমাজে জাতপাত মিটানোর চেষ্টা করেছেন। দেশের ৫ জায়গা থেকে পাঁচজনকে নিয়ে খালসা তৈরি করেছিলেন। পাঞ্জাব থেকে পুরী। আর দেশের অখন্ডতা পুরো ভারতবর্ষে গুরু নানক দেব পায়ে হেঁটে ঘুরে ছিলেন। লে লাদাখ থেকে মেদিনীপুর চন্দ্রকোনা। পুরো দেশটাকে এক করার জন্য ইসলামিক আক্রমণ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন বলিদান দিয়েছেন। তাকে শ্রদ্ধা জানাতে আজকে গুরু দেওয়াতে এসেছিলাম। এখানকারই লোকেদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করলাম।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
যারা বারবার বলছেন বিএসএফ ৫০ কিলোমিটারের মধ্যে এখানকার বর্ডারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসছে। গরু পাচারকারীরা আজকেরে পুলিশকে অ্যাটাক করেছে এবং পুলিশ ও সুরক্ষিত নয়। কিন্তু বিশ্বাস থাকলে পুলিশ সুরক্ষিত থাকবে। পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিম বাংলার বর্ডার সবচেয়ে অসুরক্ষিত। ইচ্ছা করে টিএমসি ভোটের জন্য এই ধরনের রেখেছে।”
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata