Home সংবাদ পাঁচ টাকাতেই ডিম-ভাত-সবজি, মা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পাঁচ টাকাতেই ডিম-ভাত-সবজি, মা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

by Kolkata Today

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা মত সোমবার নবান্ন থেকে ‘মা কিচেন’ বা মায়ের রান্নাঘরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপাতত, কলকাতার ১৬টি বোরো অফিসের ক্যান্টিনে মিলবে এই সুবিধা। ধীরে ধীরে কলকাতার ১৪৪টি ওয়ার্ড সহ গোটা রাজ্যেই মিলবে এই পরিষেবা। ‘মা কিচেন’য়ে মাত্র ৫ টাকায় মিলবে ডিম, ভাত, সবজি ও ডাল। মূলত গরিবদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা হল। রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে, একে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর একটি ‘মাস্টার স্ট্রোক’ বলেই মনে করা হচ্ছে। প্রতিদিন ৫০০ মানুষকে খাওয়ার দেবে হবে এই কিচেন গুলি থেকে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এই কর্মসূচি সাধারণ মানুষের জন্য। রাজ্যের উদ্যোগে আপাতত পরীক্ষামূলক ভাবে তা শুরু হচ্ছে। আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর ছেলে মেয়েদের হাত ধরে গোটা রাজ্যেই এই পরিষেবা প্রদান হবে। গরিব মানুষদের জন্যই এই উদ্যোগ।’ গত ৫ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় এই উদ্যোগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তবে বিরোধীরা রাজ্যের এই উদ্যোগের সমালোচনা করেছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজ্যের মানুষ খেতে পাচ্ছেন না, গরিব মানুষ আছেন বলেই ১০ বছর ক্ষমতায় থেকেও তৃণমূল সরকারকে এই লঙ্গরখানা খুলতে হল’। অন্যদিকে, কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ এর নাম করে কোটি কোটি টাকা লুঠ করার ছক কষছে রাজ্য সরকার।

Related Articles

Leave a Comment