Home সংবাদ ‘পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’‌, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ

‘পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’‌, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সাংগঠনিক কাজে কোনওভাবেই তাঁকে ব্যবহার করা হয়নি। বিজেপিতে কোনও গুরুত্ব না থাকায় ‘ক্ষুব্ধ’ হিরণ। সেই কারণেই বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বঙ্গ বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না বলেই দাবি তারকা বিধায়কের। তবে খড়গপুরবাসীর সঙ্গে যোগাযোগ রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও যে সম্পর্কের অবনতি এতটুকুও হয়নি, তা আরও একবার মনে করিয়ে দেন হিরণ।

আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর

তাঁর কথায়, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ঠিকই। তবে তার সঙ্গে দল ছাড়ার কোনও যোগসূত্র নেই। দলবদলের ভাবনাচিন্তা থাকলে তা পরবর্তীকালে জানাবেন বলেও জল্পনা জিইয়ে রেখেছেন ‘অভিমানী’ হিরণ।

আরও পড়ুন : করোনার কোপ,পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এই প্রসঙ্গে বিজেপি–র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন না। তাই সেখানে কী হচ্ছে, তিনি জানেন না। তাঁর কথায়, ‘‌এ বিষয়টা জেলা সভাপতি দেখবেন। বিধায়কদের বিষয়। বিধায়কদের যিনি নেতা আছেন, তিনি দেখবেন। আমি একজন নির্বাচিত প্রতিনিধি। আমাকে পার্টি কর্মসূচি দেয়। আমি উপস্থিত থাকি। উনিও (হিরণ) নির্বাচিত প্রতিনিধি। পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত।’‌

 

Topics

Dilip Ghosh Hiran Chatterjee  BJP TMC  Covid19 Health  Kolkata

Related Articles

Leave a Comment