নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর পুরসভার নির্মীয়মান মাল্টিপ্লেক্স-এর জন্য ফাটল ধরল কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বন্ধ হয়ে গিয়েছে নিকাশি নালাও। নষ্ট হচ্ছে বিভুতিভুষনের স্মৃতিচিহ্ন।সমস্যার কথা বিভূতিভূষণের নাতি তথাগত বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের মহকুমাশাসককে জানিয়েও লাভ হয়নি। আগের মহকুমাশাসক এ কে আজাদ ইসলাম কথাও দিয়েছিলেন তিনি বিষয়টি দেখবেন।
কিন্তু ৬ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। কোনও সুরাহা মেলেনি। উল্টে দিন দিন বাড়ির ফাটল বেড়ে যাওয়ায় বিপদের ঝুঁকি বাড়ছে। কিংবদন্তি কথা সাহিত্যিকের নাতির আশঙ্কা যে কোনও দিন বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু হতে পারে তাঁদের।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায় ১৯৫৭ সালে ব্যারাকপুরে এসে এই বাড়িটি তৈরি করে বাস করেছেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি আরণ্যক নামাঙ্কিত এই ব্যারাকপুরের বাড়িতেই কাটান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ও অনেক বই লিখেছেন এই বাড়িতেই বসে।
বর্তমানে এই বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রবধূ, নাতি ও নাতবৌ পরিবার নিয়ে বিপদের ঝুকি নিয়ে বসবাস করছেন। আর এই বিপদের আতঙ্কে তাঁরা ক্ষোভ উগরে দিলেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রশাসক উত্তম দাসের উপর। তবে পুরপ্রশাসক উত্তম দাস জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরসভা থেকে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তাছাড়া নিকাশি আগের থেকেই বন্ধ ছিল, এটা নতুন কিছু নয়।