কলকাতা টুডে ব্যুরো: আজ রবিবার ১৪ ফেব্রুয়ারি। পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তি। গত তিন দশকে সবচেয়ে বড় জঙ্গি হামলা উপত্যকায়। ২০১৯ সালে আজকের দিনে বীর জওয়ানদের রক্তে ভিজেছিল দেশের মাটি। এক নারকীয় হামলায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ওই হামলার দায় স্বীকার করে।
ওই সময় ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজার জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। এই হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। হামলার প্রত্যাঘাত হিসেবে নিয়ন্ত্রণরেখার ওপারে বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী।
আজ রবিবার চেন্নাইয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজকের দিনটা কেউ ভুলতে পারবে না। দু’বছর আগে পুলওয়ামায় যা ঘটেছিল। হামলায় নিহতদের আমরা শ্রদ্ধা জানাই। দেশের নিরাপত্তা বাহিনীকে নিয়ে আমরা গর্বিত। তাঁদের এই সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ এছাড়াও এদিন নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নেতা-মন্ত্রীরা। টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘আমি বীর শহিদদের সামনে মাথা নত করছি, যাঁরা ২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামা হামলায় প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের অসীম সাহস ও চরম বলিদান ভুলবে না।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লেখেন, ‘আমি সিআরপিএফ-এর সেই সব বীর জওয়ানদের শ্রদ্ধা জানাচ্ছি যাঁরা ২০১৯ পুলওয়ামা হামলায় নিজেদের প্রাণ দিয়েছেন। ভারত কখনই তাঁদের দেশসেবা ও চূড়ান্ত বলিদানকে ভুলবে না। আমরা তাঁদের পরিবারের পাশে আছি।’ পাশাপাশি শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি বলেন, ‘পুলওয়ামা হামলায় শহিদ হওয়া বীর সেনাদের শ্রদ্ধা। তাঁদের পরিবারকে প্রণাম। দেশ আপনাদের কাছে ঋণী।’