কলকাতা টুডে ব্যুরো:আনিস কাণ্ড নিয়ে ফের রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “পুলিশ কেন রাতের বেলা যাবে। নিশ্চয়ই কোনও গণ্ডগোল রয়েছে। পুলিশের উচিত প্রকাশ্যে যাওয়া। অন্ধকারে গেলে পুলিশের উপর সন্দেহ তো হবেই। মানুষের ক্ষোভ আছে। তাই এসব ঘটনা হচ্ছে। আমাদের এখানে মানিকপাড়াতে বিশ্বজিতের মৃত্যুতে ৮০-৯০ দিন পরে দ্বিতীয় ময়নাতদন্ত হল। সেই দেহ পুরো গলে গিয়েছিল। আদালত বলেছিল বলে মেনে নিয়েছি। আমার প্রশ্ন, ২-৪টে সাধারণ পুলিশ, সিভিক পুলিশকে ধরে ওরা কি আইওয়াশ করছেন? পুলিশ সেদিন রাতে কার নির্দেশে গিয়েছিল ? কেন তাঁকে ধরা হচ্ছে না? উপরতলার অফিসাররা কি কিছুই জানতেন না? কোচবিহারে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল শান্তিপূর্ণ ভোটের জন্য। কিন্তু সেখানে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। যা রিপোর্ট চাওয়া হয়েছিল সেটা উনি লেখেননি। তার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। এমনকী তাঁর বিরুদ্ধে কমিশন বসিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু তিনি কিছুই করেননি। আর হাওড়াতে যেই ঘটনা হয়েছে, তাহলে এই জেলার এসপিকে কেন সাসপেন্ড করা হবে না? তার মানে তাঁকে দিয়ে করানো হয়েছে, তাই লুকানোর চেষ্টা হচ্ছে। হয়তো দলের উঁচুমহলের হাত রয়েছে। সত্য সামনে আসা উচিত।”
দিলীপ বলেন, “বিজেপির ২০০ জনকে হত্যা করা হয়েছে। তখন তো কেউ প্রতিবাদ করেনি। আমাদের রক্তক্ষরণ হতে হতে এখানে পৌঁছেছি। কর্মীদের হত্যা করে গাছে টানিয়ে দেওয়া হয়েছে। কাউকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে, এমনকী মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। দাড়িভিটে দুটো ছেলে উর্দু পড়বে না বলে গুলি চালিয়েছিল পুলিশ। তার তদন্ত এখনও হয়নি। জয় বাংলা বলা হচ্ছে, অথচ উর্দুর জন্য গুলি চালানো হয়েছে। সেগুলো আমরা ভুলিনি। যে কোনও মৃত্যুর আমরা প্রতিবাদ করি। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, তখন কাউকে দেখিনি। আজকে সংখ্যালঘু ভোট চলে গিয়েছে বলে সিপিএমের কষ্ট হচ্ছে। বামেদের সংখ্যালঘু ভোট যেভাবে তৃণমূলের কাছে চলে গিয়েছে, সেটা ওর ফিরে পাওয়ার চেষ্টা করছে।”
আনিস খানের মৃত্যু নিয়ে রহস্য যেন ক্রমেই বাড়ছে। শুক্রবার টিআই প্য়ারেডে অপরাধী চিহ্নিত করতে গিয়ে আনিসের বাবা পরিষ্কার জানিয়েছিলেন, তিনি যাকে আগে দেখেছিলেন তাকে গ্রেফতার করা হয়নি। এদিকে এবার আনিসের দেহ তোলা নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন আনিসের বাবা। শনিবার ভোররাতে আনিসের দেহ তুলতে আসা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আনিসের বাবা সালেম খান। তাঁর আশঙ্কা, দেহ চুরি করতে এসেছিলেন আধিকারিকরা।
Topics
Dilip Ghosh Anish Khan BJP TMC Administration Kolkata