Home সংবাদ ‘পুলিশ না পারলে আপনি থাপ্পড় মারুন,’ ছাপ্পা ভোট রুখতে নির্দেশ সুকান্তর, পাল্টা অনুব্রতর

‘পুলিশ না পারলে আপনি থাপ্পড় মারুন,’ ছাপ্পা ভোট রুখতে নির্দেশ সুকান্তর, পাল্টা অনুব্রতর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পুলিশ না পারলে আপনি থাপ্পড় মারুন। ছাপ্পা ভোট রুখতে সরাসরি নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। ভোট গ্রহণপর্বে কোথাও কোনও উত্তেজনা হচ্ছে কি না তা জানতে এদিন রাস্তায় বেরিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই দলীয় কর্মীদের কাছ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে থাপ্পড় মারার নির্দেশ দিলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, ‘ আমাদের এজেন্ট কে আছে? ওকে বাধা দিতে বলুন। ভোট কাদের পড়ে গিয়েছে?’ অন্যান্য বিজেপি কর্মীরা তাঁকে বলেন, দুজনের নামে ফলস ভোট পড়ে গিয়েছে। এরপরই এক মহিলা বিজেপি কর্মী তাঁকে বলেন, ধরে ফেলেছি তাকে। এরপরই সুকান্ত মজুমদারের নির্দেশ,’ধরে থাপ্পড় মারুন তাকে একটা। পুলিশ মারতে না পারলে আপনি মারুন।ফাজলামো পেয়েছে’। আর সুকান্ত মজুমদারের এই নির্দেশকে ঘিরে তুমুল বিতর্ক দানা বেঁধেছে।

এদিন নাম না করেই বিরোধীদের ছাগল-ভেড়ার দল বলে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।তিনি বলেন, “নির্বাচন কমিশন খুব ভাল কাজ করছে। কোনও রকম অশান্তি ছাড়াই সব জায়গায় কড়াকড়ি ভাবে ভোট হচ্ছে । বিরোধীরা ভোট কেন্দ্রে যে অশান্তির অভিযোগ করছে তা মিথ্যে।” এর পরই কেষ্টর চ্যালেঞ্জ, অশান্তির কোনও ফুটেজ দেখাতে পারলে ভোট আমি বন্ধ করে দেব।

Topics

Sukanta Majumdar Anubrata Mondal BJP TMC Administration Kolkata

Related Articles