Home খেলাধুলাফুটবল পেদ্রো মানজির জোড়া গোলে আই লিগের প্রথম ছয় নিশ্চিত করল মহমেডান

পেদ্রো মানজির জোড়া গোলে আই লিগের প্রথম ছয় নিশ্চিত করল মহমেডান

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আই লিগে ফের মানজির ম্যাজিক। তিন বছর আগে চেন্নাই সিটি এফসি-কে আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন স্প্যানিশ গোলমেশিন। এবার কলকাতার ক্লাবে নাম লিখিয়ে সাদা-কালো জার্সি গায়ে মানজির ম্যাজিক শুরু। পেদ্রো মানজির দুরন্ত ফুটবলের সৌজন্যে আই লিগে দাপুটে জয় মহমেডানের। লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে স্প্যানিশ তারকার জোড়া গোলে রিয়াল কাশ্মীরকে ২-০ ব্যবধানে হারাল মহমেডান। সেই সঙ্গে আই লিগের প্রথম ছয়ে থাকাও নিশ্চিত হয়ে গেল শঙ্করলাল চক্রবর্তীর দলের।

১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মহমেডান উঠে এল চতুর্থ স্থানে। বাকি দলগুলির ফলাফল যা-ই হোক না কেন, মহমেডানের প্রথম ছয়ে থাকা আটকাচ্ছে না। এ বারের আই লিগের নতুন নিয়ম অনুযায়ী প্রথম পর্ব শেষে পয়েন্টের বিচারে প্রথম ৬ দল চ্যাম্পিয়নশিপের লড়াই করবে। শেষ পাঁচটি দল অবনমনের লড়াইয়ে নামবে। সুতরাং মহমেডানের লিগের খেতাবি লড়াইয়ে থাকা আটকাচ্ছে না।

দশ জনে খেলেও ভাল ফুটবল উপহার দিল মহমেডান। এর কৃতিত্ব পুরোটাই প্রাপ্য মানজির। এর আগে আই লিগে চেন্নাই সিটির হয়ে তাঁকে দুরন্ত খেলতে দেখা গিয়েছে। এদিনও নিজেদের অর্ধ থেকে লম্বা শটে এগিয়ে থাকা বিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে তাঁর গোল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চেন্নাইয়ের হয়েও এক বার আইজলের বিরুদ্ধে এমন ধরনের গোল করেছিলেন মানজি, যা সে বার আই লিগের সেরা গোল হিসেবে মান্যতা পেয়েছিল।

এদিন প্রথমার্ধে বল নিয়ন্ত্রণ রেখেও গোল করতে পারেনি মহমেডান। প্রায় ৮০ শতাংশ বল নিয়ন্ত্রণ ছিল তাদের। কিন্তু ভানলালবিয়া ছাংতের একটি প্রচেষ্টা ছাড়া সে ভাবে সুযোগ আসেনি। উল্টে ফাউল করে লাল কার্ড দেখেন এজে কিংসলে। দ্বিতীয়ার্ধে অন্য মেজাজে পাওয়া যায় কালো প্যান্থারদের। ৭০ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করলেও ৭৪ মিনিটে জাত চেনান মানজি। বিপক্ষ গোলকিপারকে এগিয়ে থাকতে দেখে নিজেদের অর্ধ থেকেই লম্বা শট করেন, যা সরাসরি গোলে ঢোকে। ৭৯ মিনিটে হেডে গোল করে ব্যবধান বাড়ান মানজি।

Related Articles

Leave a Comment