Home সংবাদবর্তমান আপডেট প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন সাধারণতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন

প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন সাধারণতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ বিতর্কে নয়া মাত্রা। এবার বাংলার হয়ে কেন্দ্রের কাছে সওয়াল করলেন বিজেপি নেতা তথাগত রায় । টুইট করে বাংলার ট্যাবলোয় ছাড়পত্র দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে সাধারণতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে। নেতাজির সংগঠন আইএনএ ব্রিটিশদের বিশ্বাসকে নাড়িয়ে তাদের দ্রুত দেশ ছাড়তে বাধ্য করেছিল।’ তথাগত রায়ের এই টুইটের পর রাজ্য–রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো। নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Topics

PM Modi  Tathagata Roy  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment