কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গত ২৩ জানুয়ারি থেকে। শারীরিক অবস্থার অবনতি হয় ক্রমেই। এরপর তিনি কোমায় চলে গিয়েছিলেন।
ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রেখে গেলেন স্ত্রী ও একমাত্র ছেলে স্নিগ্ধদেবকে। বৃহস্পতিবার দুপুরে ১.৫৪ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান ফুটবলার।
করোনা আক্রান্ত হয়ে ২৩ জানুয়ারি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন তারকা। অত্যধিক কাশি এবং শ্বাসকষ্ট ছিল সুরজিৎ সেনগুপ্তর। ২৯ জানুয়ারি থেকে ভেন্টিলেশনে ছিলেন তিনি। মাঝে কয়েক দিন শারীরিক অবস্থার সামান্য
উন্নতি হয়েছিল। তবে ফের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার ময়দানকে কাঁদিয়ে লড়াই শেষ শেষ করেন তিনি।
১৯৫১ সালে ৩০ অগাস্ট জন্ম হয় সুরজিৎ সেনগুপ্তের ।চুঁচুড়ার জন্ম সুরজিতের। হুগলি জেলার ফুটবল থেকে উঠে আসা তাঁর। অশ্বিনী বরাট ছিলেন তাঁর কোচ। তিনিই কলকাতায় পাঠিয়েছিলেন সুরজিৎকে। কলকাতা লিগের লোয়ার ডিভিশন ক্লাব রবার্ট হাডসন প্রথম সই করেন। খিদিরপুর ক্লাবের হয়ে ময়দানে আবির্ভাব ঘটে সুরজিতের। ১৯৭২ সালে মোহনবাগানে সই করেন তিনি। ১৯৭৪-এ ইস্টবেঙ্গলে যোগ দেন। ১৯৭৯ পর্যন্ত খেলেছেন লাল-হলুদে। ১৯৭৪ সালে জাতীয় দলে অভিষেক ঘটে। খেলেন ১৯৭৯ পর্যন্ত। জাতীয় দলের জার্সিতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে গোল করেছিলেন তিনি। সেটাই জাতীয় দলের হয়ে তাঁর একমাত্র গোল। ১৯৮০ সালে মহামেডান স্পোর্টিংয়র ক্যাপ্টেন হিসেবে লিগ জেতে সাদা-কালো শিবির। এমন কিংবদবন্তী ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া বাংলা তথা জাতীয় ফুটবল মহলে।
১৯৮০ সাল সুরজিৎ সেনগুপ্তের কেরিয়ারে তো বটেই, ময়দানের ফুটবলেও এক যুগন্তকারী সময়। সুরজিতের নেতৃত্বে একঝাঁক ফুটবলার দুই প্রধান ছেড়ে মহমেডানে সই করেন। শুধু বিপ্লব করাই নয়, সুরজিৎরা ওই বছর মহমেডানকে কলকাতা লিগ চ্যাম্পিয়নও করেছিলেন। যা এখনও ভোলেননি ময়দানের প্রবীণরা। ১৯৮১ সালে আবার মোহনবাগানে ফেরেন। ১৯৮৪ সাল পর্যন্ত খেলার পর অবসর নিয়ে নেন। দু’বছর পর আবার অবসর ভেঙে ফেরেন সুরজিৎ। সে বার জর্জ টেলিগ্রাফের কোচ হয়েছিলেন সুভাষ ভৌমিক। তাঁরই অনুরোধে জর্জে সই করেন। দিন পনেরো আগে সেই সুভাষ মারা গিয়েছেন। তাঁরই এক সময়ের সতীর্থ ও ফুটবলার সুরজিৎও চলে গেলেন।
Topics
Surojit Sengutpa Legendary Footballer East Bengal Mohunbagan Football Sports Kolkata