Home সংবাদসিটি টকস প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ

প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ

by Kolkata Today

কলকাতি টুডে ব্যুরো: প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ । বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কত্থক-গুরুর । গতকাল রাতে দিল্লির বাড়িতে মৃত্যু হয় এই কথক কিংবদন্তির।

কালকা-বিনন্দাদিন ঘরাণার শিল্পী ছিলেন বিরজু মহারাজ। তাঁর জন্ম ১৯৩৭ সালের ৪ঠা ফেব্রুয়ারি লখনউয়ের এক নামী কত্থক নৃত্যশিল্পীদের পরিবারে। জন্মসূত্রে তাঁর নাম ছিল ব্রিজমোহন নাথ মিশ্র,  ছোট থেকেই নাচ-গানের পরিবেশে বেড়ে ওঠা তাঁর। বিরজু মহারাজের গুরু ছিলেন তাঁর পিতা অচ্ছন মহারাজ। খুব ছোট বয়সেই বাবার কাছে কত্থক নাচের তালিম শুরু তাঁর। এর পাশাপাশি কাকা শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজ বরাবর অনুপ্রাণিত করেছিলেন বিরজু মহারাজকে।

আরও পড়ুনঃ  ’শীতের সময় গোয়া সফরটা খুব ভালোই লাগে,’ অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ দিলীপের

১৯৮৩ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার। তাঁর বাবা ও গুরু অচ্ছন মহারাজ, দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্চু মহারাজও প্রখ্যাত কত্থক-শিল্পী।

Related Articles

Leave a Comment