Home খেলাধুলাক্রিকেট প্রয়োজনে ইঞ্জেকশন নিয়ে সোমবার ব্যাট হাতে নামবেন জাদেজা

প্রয়োজনে ইঞ্জেকশন নিয়ে সোমবার ব্যাট হাতে নামবেন জাদেজা

by Kolkata Today

সিডনি, ১০ জানুয়ারি: অজি পেসার মিচেল স্টার্কের বাউন্সারে আঘাত। তাতে বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। চলতি সিরিজের শেষ টেস্ট-সহ ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে রবীন্দ্র জাদেজা। তবে সোমবার সিডনি টেস্টের পঞ্চম তথা শেষ দিন দলের প্রয়োজনে ইঞ্জেকশন নিয়ে ব্যাট হাতে নামবেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার জাদেজা।

সোমবার ভীষণই গুরুত্বপূর্ণ দিন দু’দলের কাছেই। পঞ্চমদিন সিডনি জয় করে সিরিজে এগিয়ে যেতে ভারতের চাই ৩০৯ রান। উলটোদিকে অজিদের চাই ভারতের ৮ উইকেট। অজিভূমে চারশোর উপর রান তাড়া করে জয়ের কোনও রেকর্ড এখনও অবধি ভারতীয় দল কেন, কোনও সফরকারী দলেরই নেই। তবু সিডনিতে অস্ট্রেলিয়ার মতো ভারতীয় ব্যাটসম্যানরাও নামবেন ম্যাচ জয়ের লক্ষ্যেই।সেক্ষেত্রে জাদেজার উপযোগী ব্যাটিং ভীষণভাবে কাজে লাগতে পারে টিম ইন্ডিয়ার।

তাই সোমবার প্রয়োজন পড়লে ইঞ্জেকশন নিয়ে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নিয়েছেন জাদেজা। পঞ্চমদিন সত্যিই যদি ব্যাট হাতে সাত নম্বরে ব্যাট করতে আসতে দেখা যায় জাদেজাকে, তাহলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, চোটের কবলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তও। তবে তাঁর স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু না মেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে অসুবিধা নেই।

৪০৭ রান তাড়া করতে নেমে চতুর্থদিনের শেষে ২ উইকেট খুঁইয়ে ৯৮ রান তুলেছে টিম ইন্ডিয়া। ৫২ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা। ৩১ রান করে ফিরে গিয়েছেন শুভমন গিল। ক্রিজে রয়েছেন দুই সিনিয়র অধিনায়ক রাহানে ও পূজারা।

Related Articles

Leave a Comment