Home সংবাদবর্তমান আপডেট ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করবেন।  সোমবার এই মর্মে নির্দেশ দিলে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

এদিন সুপ্রিম কোর্টে যুক্তি খাঁড়া করা হয়, মুকুল রায় দলত্যাগ করেননি। মুকুল রায় অন্য রাজনৈতিক দলের মঞ্চে সৌজন্য রক্ষা করতে গিয়েছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। মুকুল রায় বিজেপিতেই আছেন। বিজেপিও মুকুল রায়কে সাসপেন্ড করেননি। তাই তাঁর দল পরিবর্তনের কোনও প্রশ্নই আসছে না। যদিও এই সব কথায় বিশেষ আমল দেননি দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

একুশের ভোটের ফলপ্রকাশের পর ৭ অক্টোবর বিজেপি ছেড়ে তৃণমূলের ফিরে আসে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তার পরেও তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন স্পিকার। সাধারণত এই পদটি পান বিরোধী দলনেতা বা বিরোধী দলের বিধায়ক। স্পিকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আবেদন জানায় বিজেপি। বারবার সেই শুনানি পিছিয়ে যাওয়ায় কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয় গেরুয়া শিবির। তাঁদের আবেদনের প্রেক্ষিতে স্পিকারকে ৭ অক্টোবরের মধ্যে রায়দানের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন স্পিকার। এবার শীর্ষ আদালতও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলার কথা বলল সুপ্রিম কোর্টও।

Topics

Supreme Court Mukul Roy  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment