Home সংবাদসিটি টকস ফের করণা বিধিনিষেধে শিথিল করল রাজ্য সরকার

ফের করণা বিধিনিষেধে শিথিল করল রাজ্য সরকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনা বিধিনিষেধ শিথিল রাজ্যের ।নিয়ম মেনে খোলা যাবে জিম, যাত্রা ও শুটিংয়ে ছাড় দেওয়া হল।রাত ৯ টা পর্যন্ত জিম খুলে রাখার অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার।

তবে যাঁরা জিমে যাবেন, তাঁদের সকলকে করোনাভাইরাস টিকার সম্পূর্ণ ডোজ নিতে হবে বা তাঁদের নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। জিমে ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারবেন।

সামাজিক দূরত্ববিধি এবং করোনা বিধি মেনে সিনেমা এবং টিভির অনুষ্ঠানের আউটডোর শুটিং করার অনুমতিও দেওয়া হল।খোলা মঞ্চে (আউটডোর) সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ৯ টা পর্যন্ত যাত্রা হতে পারে। ইন্ডোরে যাত্রা হলে একসঙ্গে সর্বাধিক ২০০ জন বা মোট ধারণা ক্ষমতার ৫০ শতাংশ দর্শক (যেটা কম হবে) যাত্রা দেখতে পারবেন।

Topics

Bengal Covid19 Vaccines Health Kolkata

Related Articles

Leave a Comment