কলকাতা টুডে ব্যুরো: শনিবারের পর ফের রবিবার বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারিকে আরো একবার বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে নিজের বক্তব্য রাখলেন কামারহাটির এই বিধায়ক।
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মদন মিত্র। সে সময় ফের তিনি পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গ টেনে বললেন,”দলে সমস্যার কথা কোথায় কাকে জানাব? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিরাপত্তার কারণে যাওয়া যায় না। ব্যস্ত অভিষেকের কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারে না। তপসিয়ার দফতর ভাঙা হয়েছে। তবে কোথায় জানাব? মহাসচিব বললে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি।’’ শৃঙ্খলা ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মদন মিত্রর।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের থেকে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়,’ কটাক্ষ দিলীপের
তিনি বলেন, “মহসচিবকে ধন্যবাদ জানাব, এক লক্ষ বার বলেছেন শৃঙ্খলারক্ষা কমিটির কাছে অভিযোগ জানাতে। আগে অফিস ছিল, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এখন সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয় রয়েছে। বর্তমানে অভিষেকও ব্যস্ত রয়েছেন। প্রশ্ন হল নিয়মরক্ষা কমিটি কোথায় বসবে? তপসিয়া অফিস ভাঙা হয়েছে। কোথায়? কখন? কার কাছে অভিযোগ জানাব? দলকে জানানোর স্কোপ পাচ্ছি না। আমি দলের বিরুদ্ধে বলছি না। মহাসচিব বললে তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও অভিযোগ জানাতে পারি।’’
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata