কলকাতা টুডে ব্যুরো: নতুন বছরের প্রথম দিনের আনন্দে মাততে বিভিন্ন জায়গায় ক্রমশ ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। কোভিড বিধি মানলে, তবেই চিড়িয়াখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ভিড় যাতে বেশি না হয়, সেই চেষ্টাই করছে কর্তৃপক্ষ। আট থেকে আশি সব বয়সীদের এদিন চিড়িয়াখানায় ভিড় জমাতে দেখা গেল। বছরের প্রথম দিনের আনন্দটাকে চেটেপুটে উপভোগ করতে চাইছেন সাধারণ মানুষ। তবে এখানেই চিন্তিত চিকিৎসকেরা কারণেই ভিড়ে এমন ছবি উঠে আসলো যেখানে দেখা যাচ্ছে যে একাধিক মানুষ যারা মুখে মাস্ক পরে নেই। যেখানে দেশজুড়ে করো না চোখ রাঙাচ্ছে সেখানে এমন ছবি দেখে যথেষ্ট চিন্তিত চিকিৎসকরা।
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
রাজ্য থেকে দেশ ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একলাফে ৩৫ শতাংশ বেড়ে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশে।
আরও পড়ুনঃ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি,উধাও হতে পারে শীত
ফের সংক্রমণের হার বাড়ছে ধীরে ধীরে। অনেকেই মনে করছেন, টিকা নেওয়া আছে মানেই আর সুরক্ষার দরকার পড়বে না। এই ধারণা কিন্তু একেবারেই ভ্রান্ত। করোনার দু’টি টিকাই নেওয়া আছে, এমন ব্যক্তিও কিন্তু আক্রান্ত হচ্ছেন। তাই সুস্থ থাকতে দরকার বাড়তি সতর্কতার। এমনটাই মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ করোনার জের ,কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়াল
দেশজুড়ে এখনও পর্যন্ত ১,৪৩১টি ওমিক্রন কেস ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ২২ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ২২ হাজার ৭৭৫ জন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস
দ্বিগুণ হারে বাড়তে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ গত ৪ দিনে আড়াইগুণ হারে বেড়েছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪ হাজার ৭৮১।
Topics
New Year Celebration Alipore Zoo Covid19 Vaccine Health Kolkata