Home ভিডিও বন্যা নিয়ে কেন্দ্র -রাজ্যের তরজা

বন্যা নিয়ে কেন্দ্র -রাজ্যের তরজা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: জল ছাড়ছে ওরা আর রাজ্যের পরিস্থিতির জন্য দায়ী আমরা? শনিবার চেতলায় গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে গিয়ে এই ভাবেই কেন্দ্র সরকার কে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ।চেতলা গোবিন আরডি রোড ৮২নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে গান্ধী জয়ন্তি উপলক্ষে গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম।
ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ায়, রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফের কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।বিরোধী দলনেতার দাবি, “আমি সেচ দফতরে ছিলাম। তবে DVC জল ছাড়ার সিদ্ধান্ত একা নেয় না। কমিটিতে সেচ দফতরের সচিব, চিফ ইঞ্জিনিয়র ওয়েস্টার্ন থাকেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, প্রথম বন্যাতে খানাকুল, আরামবাগ, পুরশুড়া ভেসে যাওয়ার পরও বাঁধ মেরামত করেননি কেন?”  শুভেন্দুর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতার সরকারকেই দায়ী করেছেন তিনি বিভিন্ন দিক তুলে বলেছেন সঠিক পরিকাঠামো না থাকার ফলে রাজ্যে বারবার বন্যা হয়ে চলেছে। তিনি বলেন রাজ্যের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে।
সুকান্ত মজুমদার কে পাল্টা তোপ দাগলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন ,”জল ছাড়ছে ডিবিসি না বলে আর পরিকল্পনার অভাব আমাদের কে বলছে।”
শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে জেলে যান সেখানে গিয়ে দুর্গত মানুষদের সঙ্গে তিনি কথা বলেন সেই এলাকায় গিয়েও এই পরিস্থিতির জন্য কেন্দ্র এবং ডিভিসি কে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Topics
Mamata Banerjee Firhad Hakim Suvendu Adhikary Sukanta Majumdar Flood  DVC  Administration Kolkata

Related Articles

Leave a Comment