Home ভিডিও বন্যা পরিস্থিতির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বন্যা পরিস্থিতির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের ম্যান মেড বন্যার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারে নবান্ন থেকে তিনি এই অভিযোগ তুলেছেন।ডিভিসি-র ছাড়া জলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁর । মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হত, তাহলে আমরা এটা বুঝতাম, যে বৃষ্টি বেশি হচ্ছে। সেটাকে আমরা সামলাচ্ছি। কিন্তু, বন্যা তো আল্টিমেটলি হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।
 
পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এদিন বেলায়  হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেন তিনি। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। নামেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে।  কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে।  সেখানে গিয়েও এই বন্যার জন্য বিজেপি সরকারকেই দায়ী করেন তিনি।
মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানে অরূপ বিশ্বাস, হুগলিতে ফিরহাদ হাকিও ও বেচারাম মান্না এবং মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।
Topics
Mamata Banerjee Flood  DVC  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment