কলকাতা, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতে বেহালার পর্ণশ্রী থানা এলাকার পুরুই দাসপাড়া রোডে মর্মান্তিক দুর্ঘটনা। পর্ণশ্রী পুরুই দাসপাড়া রোডে বন্ধুদের সঙ্গে বন্ধুর বাড়ির ছাদে বর্ষবরণের অনুষ্ঠানে হইহুল্লোরে মেতেছিলেন বছর পঁয়ত্রিশের অপু মল্লিক। সবাই মদ্যপ অবস্থায় ছিল।
হঠাৎই তাদের মধ্যে অপু মল্লিক একটু অসুস্থ হয়ে পড়ে। ছাদের ধারে বমি করতে যায় এবং তখনই বেসামাল হয়ে ওই বাড়ির এক তলার ছাদ থেকে নীচে পড়ে যায়। এই ঘটনাটি ঘটে রাত আড়াইটে নাগাদ। সঙ্গে সঙ্গে তাকে তার বন্ধুরা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন।
মৃত ব্যক্তির বন্ধুদের অভিযোগ, যখন বিদ্যাসাগর হাসপাতালে অপু মল্লিককে আনা হয়, তখন জরুরি বিভাগের ডাক্তারকে বলা হয় চিকিৎসা করার জন্য। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আগে বাড়ির লোককে আসতে হবে তারপরে রোগীকে দেখবেন।
এই অবস্থায় বেশ কিছুটা সময় চলে যায়। তারপর চিৎকার-চেঁচামেচি করলে ডাক্তার পেশেন্ট দেখেন এবং অপু মল্লিককে মৃত বলে ঘোষণা করেন। বন্ধুদের অভিযোগ, ডাক্তার আগেই দেখলে পেশেন্টকে বাঁচানো যেত। কেন আগে দেখল না? কেন আগে বাড়ির লোককে আসতে বলল? এই নিয়ে হাসপাতাল স্টাফেদের সঙ্গে বচসা হয়। এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।