Home রাজনৈতিক বাংলার ভোটে লড়াই করবে শিবসেনা, তৃণমূলের পাশে দাঁড়াতেই সিদ্ধান্ত উদ্ধবের!

বাংলার ভোটে লড়াই করবে শিবসেনা, তৃণমূলের পাশে দাঁড়াতেই সিদ্ধান্ত উদ্ধবের!

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে শিবসেনা। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে লড়াই করবে শিবসেনা। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এই সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার টুইট করে একথা জানালেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। টুইটে তিনি লেখেন, ‘বহু প্রতীক্ষার ফল। দলের প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা শীঘ্রই কলকাতা পৌঁছচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা।’

সঞ্জয়ের এই টুইটের পর রাজনৈতিকমহল মনে করছে আসন্ন বিধানসভা নির্বাচনে শিবসেনা যে বাংলায় প্রার্থী দেবে তা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। কেউ কেউ মনে করছেন, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। কারণ এনডিএ-র এক সময়ের শরিক শিবসেনা, বিজেপি-র হিন্দুত্ব ভোট কাটলে তার সুফল কুড়োবে তৃণমূলই। সঞ্জয়ের টুইট থেকেও তার কিছুটা ইঙ্গিত মিলেছে।

টুইটে সঞ্জয় রাউত ‘জয় হিন্দ, জয় বাংলা’ কথাটি লেখেন। ‘জয় বাংলা’ শব্দটি রাজনৈতিক অর্থে এতদিন তৃণমূল ব্যবহার করে আসছিল। এবার দেখা গেল শিবসেনা সাংসদের লেখাতেও।

Related Articles

Leave a Comment