Home সংবাদসিটি টকস বাংলা থিয়েটার জগতে ইন্দ্রপতন,শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

বাংলা থিয়েটার জগতে ইন্দ্রপতন,শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রয়াত হয়েছেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র।তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এ দিন দুপুরে সিরিটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ ইচ্ছাপত্রে ‘নাথবতী অনাথবৎ’ কন্যা জানিয়ে গিয়েছিলেন, দাহকার্যের পর তাঁর মৃত্যুর খবর যেন জানানো হয় সবাইকে।

আরও পড়ুনঃ সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

২০১৯ সাল থেকে তিনবার নিউমোনিয়ায় আক্রান্ত হন শাঁওলি মিত্র । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বহুবার হাসপাতালে ভর্তির জন্য আর্জি জানান। কিন্তু তিনি রাজি হননি। গত কয়েক বছর ধরে প্রচণ্ড অসুস্থ ছিলেন। অবশেষে রবিবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বাবা শম্ভু মিত্রর মতোই সকলের অগোচরে বিদায় নিতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে রবিবার সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন করেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। শাঁওলি মিত্রর মৃত্যু, বাংলা থিয়েটার জগতে ইন্দ্রপতন। একটা যুগের অবসান। একথা বলার অপেক্ষা রাখে না।

 

Topics

Shaoli Mitra  Theatre  Actress Tribute Administration Kolkata

Related Articles

Leave a Comment