Home সংবাদবর্তমান আপডেট বাজেট নিয়ে কড়া সমালোচনা সীতারাম ইয়েচুরি

বাজেট নিয়ে কড়া সমালোচনা সীতারাম ইয়েচুরি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বাজেটের কড়া সমালোচনা করেছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি প্রশ্ন তুলেছে, ‘ এই বাজেট কার জন্য? ১০ % ধনী মানুষের হাতে দেশের মোট সম্পদের ৭৫ %। নীচের দিকের ৬০% মানুষের হাতে ৫%ও নেই, বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা ক্রমশ বেড়েছে। কিন্তু তারপরেও এই অতিমারীতে যাঁরা সবথেকে বেশি লাভ করেছেন তাঁদের ওপর কর চাপবে না কেন?’

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩,৪২৭ জন

বাজেট নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট একটা শূন্য মাত্র। বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে এমনিতেই জর্জরিত সাধারণ মানুষ। এই বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। কোনওকিছুই কেন্দ্রের এই বাজেটে গুরুত্ব পায়নি, পেগাসাস-স্পিন বাজেট।’

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ট্যুইটারে চরম খোঁচা দিয়েছেন মোদি সরকারকে। কমেছে হিরের দাম। তাই তিনি লিখেছেন – ‘ হিরে এই সরকারের পরম বন্ধু। বাকিদের জন্য—কৃষক, মধ্যবিত্ত, দৈনিক উপার্জনকারী, বেকার—এই হল একজন প্রধানমন্ত্রী (করে না) কেয়ার #Budget2022’।

Topics

Parliament Budget Session Sitaram Yechury Nirmala Sitharaman Administration  Kolkata

Related Articles

Leave a Comment