কলকাতা টুডে ব্যুরো: কোভিড-আক্রান্ত আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারগুলিকে যেন দ্রুত খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় জেলা প্রশাসনের উদ্যোগে। মঙ্গলবার নবান্নে এই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের করোনা পরিস্থিতি। তারইমধ্যে সরকার ঘোষণা করেছে কঠোর বিধি নিষেধ। এই পরিস্তিতিতে যাতে বাংলার কোভিড-আক্রান্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ-জনের কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ বলেই জানা গেছে।
এক্ষেত্রে প্রয়োজনেকমিশনের কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে যোগাযোগ করে এই কাজটি করতে হবে। এমনটাই নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের। শুধু তাই নয় কাল বিলম্ব না করে মঙ্গলবার থেকেই এই ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।চাল, ডাল, মুড়ি, বিস্কুটের প্যাকেট দেওয়া হবে রাজ্যের তরফে। খাবার যাতে বাড়ি অবধি পৌঁছে দেওয়া যায় তারই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোভিডের তৃতীয় ঢেউ যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এই পরিস্থিতিতে কোনওভাবেই রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না বলেই নবান্ন সূত্রে খবর। একটি মানুষকেও যাতে খাবারের অভাব বোধ করতে না হয় সে কারণে এবার প্রথম থেকেই প্রস্তুত নবান্ন।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata