কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের সিবিআইয়ের । পদের অপব্যবহার করে ঘুষ নেওয়ার অভিযোগে আইপিসির ১২০-বি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে বরাত পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন। এই দুর্নীতির ঘটনা ২০১৬-১৭ সালের। সেই সময় মোদী মন্ত্রিসভার ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। তাই প্রায় পাঁচ বছর পর এই অভিযোগে এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল।
সিবিআই-এর তরফে লিখিত অভিযোগ করে বলা হয়েছে, সরকারি সংস্থা ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ইন্ডিয়া লিমিটেডে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদার আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়েছিল।
এফআইআরটি করেছে দিল্লি সিবিআই-এর অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। এই এফআইআর-এ সাতজনের নাম রয়েছে। তার মধ্যে চার নম্বরে নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের। এই তালিকায় ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ইন্ডিয়া লিমিটেডের তিন প্রাক্তন পদাধিকারীর নামও রয়েছে। তাঁরা হলেন, প্রাক্তন একজিকিউটিভ ডিরেক্টর হরচরণ পাল, ম্যানেজার পরিতোষ কুমার ব্যানার্জি এবং অপর আধিকারিক আরএস ত্যাগী।
সিবিআই-এর এফআইআর-এ উল্লেখ রয়েছে ৫০ লক্ষ টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা গিয়েছিল তৎকালীন একজিকিউটিভ ডিরেক্টর হরচরণ পালের অ্যাকাউন্টে। পাঁচ লক্ষ টাকা গিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের অ্যাকাউন্টে।
Topics
Babul Supryo BJP TMC Administration Kolkata