কলকাতা টুডে ব্যুরো: জোরালো করলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। কার্যত বিজেপির সংগঠনের এক নেতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেনবিজেপি নেতা শান্তনু ঠাকুর। আর তা নিয়েই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
শনিবার একাধিক বিক্ষুব্ধ বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্ট অতিথি নিবাসে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বললেন,”বিজেপির যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে যেমন মতুয়াদের জায়গা দেওয়া হয়নি ঠিক তেমন বিভিন্ন সম্প্রদায়ের নেতা রয়েছে তাদেরকেও কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে কিংবা সুযোগ দেওয়া হয়নি কমিটিতে। একই সঙ্গে তিনি জানিয়েছেন দলের বহু গুরুত্বপূর্ণ নেতা যারা বিজেপিকে এই রাজ্যে 40 শতাংশ পর্যন্ত জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে রাজ্য কমিটিতে কোনভাবে জায়গা দেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুর এর প্রশ্ন, রাজ্যে বিজেপি তাহলে কি আবার শূন্য থেকে শুরু করতে চাইছে।”
আরও পড়ুনঃ ‘আমাদের থেকে নেতাজিকে হাইজাক করেছে’, সূর চড়ালেন ফিরহাদ
শান্তনু ঠাকুর এদিন সাফ জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গোটা বিষয়টা তুলে ধরবেন তিনি। তিনি বলেন,”সময় হলেই সময়ে বোম ব্লাস্ট করব”। বর্তমানে যেহেতু পাচ রাজ্য নির্বাচন রয়েছে সে কারণে কেন্দ্রীয় নেতারা এখন ব্যস্ত রয়েছেন। তবে আগামী দিনে এইভাবে রাজ্য কমিটি তৈরি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করবেন তারা। প্রসঙ্গত এই দিনের বৈঠকে শান্তনু ঠাকুর এর সঙ্গে ছিলেন চার বিধায়ক। এছাড়াও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সায়ন্তন বসু রিতেশ তেওয়ারি সহ আরও অন্যান্য বিজেপি নেতারা।
আরও পড়ুনঃ ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ, কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার
শান্তনু ঠাকুরের কথায়, “আমাদের একটাই উদ্দেশ্য ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির হাতকে মজবুত করা। কিন্তু বর্তমানে বঙ্গ বিজেপির যে কমিটি তৈরি হয়েছে তা দেখে আমার মনে হয় না এই কমিটির বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও সৎ উদ্দেশ্য আছে। উপরের নেতাদের ভুল বার্তা দিয়ে কমিটি তৈরি হয়েছে। এতে আমরা বিজেপির জন্য অশনি সঙ্কেত দেখছি। আমরা এর মোকাবিলা করব। কোনও এক বিশেষ ব্যক্তি সংগঠনকে নিজের কুক্ষিগত করতে এভাবে বরিষ্ঠ, অভিজ্ঞ নেতাদের সরিয়ে কমিটি তৈরি করেছে।”
Topics
Santanu Thakur BJP TMC Administration Kolkata