কলকাতা, ১ মার্চ: বিজেপিতে তারকা সমাবেশ আরও বাড়ল। যশ, হিরণ, পায়েলের পর এবার বিজেপিতে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে শহরের এক পাঁচতারা হোটেলে বিজেপিতে যোগ দেন তিনি।
এদিন বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘আমি বিজেপিতে যোগ দিয়ে আপ্লুত। মোদীজিকে অনুসরণ করি। মোদীজি দেশের জন্য কাজ করছেন, সেই যুদ্ধের শরিক হতে চাই। আমার বাবা আর্মিতে ছিলেন। উনি বলতেন দেশের জন্যও কিছু করতে হবে। রাজ্য ও দেশের জন্য কাজ করব বলেই বিজেপিতে এলাম।’
তাঁর কী তৃণমূলে মোহভঙ্গ হয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মোহভঙ্গ হয়নি। কিন্তু সোনার বাংলা গড়তেই বিজেপিতে এসেছি।’