হলদিয়া, ৭ ফেব্রুয়ারি: প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোলাগুলি ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর ভাষণে মমতা দিদির শাসনে পশ্চিমবঙ্গ দেখছে ‘নির্মমতা’। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে এমনই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।
একদা অটলবিহারী বাজপেয়ীর অত্যন্ত স্নেহভাজন ও এনডিএ জোট শরিক তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা এখন মোদীর চোখে নির্মমতার উদাহরণ। বঙ্গ নির্বাচনের দোরগোড়ায় এসে সেই পুরাতন সাথীর প্রতি প্রধানমন্ত্রী মোদীর কটাক্ষ ঝরে পড়েছে।
মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গের বাসিন্দারা মমতা দিদির উপর ভরসা করেছিল। তাঁর নেতৃত্বে পরিবর্তন এনেছিল। কিন্তু মমতার সরকারের প্রথম বর্ষেই প্রমাণ হয়ে গিয়েছিল প্রকৃত পরিবর্তন আসেনি। হিংসা, দুর্নীতির নতুন করে জন্ম হয়েছিল। মমতার শাসনের দশ বছরে নির্মমতা ফুটে উঠেছে।’
এদিকে হলদিয়ার সভা থেকে এদিন মোদীর ঘোষণা, বাংলায় বিজেপি সরকার এলে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি’ প্রকল্পে বকেয়া সমস্ত টাকা পাবে বাংলার কৃষকরা। প্রধানমন্ত্রীর অভিযোগ, মুখ্যমন্ত্রী চাননি বলে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। মোদীর কথায়, ‘মা গঙ্গার তীরে দাঁড়িয়ে বাংলার কৃষকদের বলছি, এই ভোটের পর বাংলায় বিজেপি সরকার তৈরি হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলার কৃষকদের প্রতিশ্রুতি দিচ্ছি, পুরনো বকেয়া টাকাও ভারত সরকার দেবে।’