কলকাতা টুডে ব্যুরো:সোমবার ৭ মার্চ বিধানসভায় বাজেট ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের সরাসরি সম্প্রচার যাতে করা হয় তাই অধ্যক্ষ কে জরুরি তলব করলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়।বিধানসভার অধিবেশনে শুরু ভাষণ যাতে ‘ব্ল্যাক আউট’ না করা হয় তার জন্যই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডাকলেন জগদীপ ধনখড়।
রবিবার একটি ট্যুইটে রাজ্যপাল লিখেছেন, ‘আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের দফতরের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আজ দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, আগে রাজ্যপালের ভাষণের ‘সরাসরি সম্প্রচার’ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’
WB Guv: There was interaction at Raj Bhawan today between Governor and Assembly Speaker for an hour regarding the upcoming assembly session. https://t.co/eA4mqP2Yjr pic.twitter.com/hsQGDv3bEz
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022
এই মর্মে তিনি চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। যদিও এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠক হয়। তবে আগামিকাল তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার হবে কি তা আজই বলা সম্ভব নয়। সোমবারই তা নিয়ে সিদ্ধান্ত হবে।
Topics
Governor Jagdeep Dhankhar Assembly Administration Kolkata