কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ভোটের মুখে ফের ‘বেসুরো’ শাসকদলের আরও এক বিধায়ক? বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি আর দাঁড়াতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের একটি চিঠি সামনে আসতেই ফের ‘বেসুরো’ প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল।
এই কথা জানাতেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। একইসঙ্গে চিঠিটি তিনি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীকেও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শ্রদ্ধেয় ম্যাডাম’ বলে সম্বোধন করে লেখা ২ লাইনের ছোট্ট চিঠিতে ২০২১ বিধানসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়েছেন তিনি। তাঁর বয়স ও অসুস্থতার জন্যই নির্বাচনী লড়াই থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। একইসঙ্গে বর্ধমানের মানুষকে সেবা করার জন্য তাঁকে সুযোগ দেওয়ায় দলনেত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পর পর ২ বার জয়লাভ করেন তিনি। তবে এই কঠিন সময়ে ভোট ময়দান থেকে নিজেকে সরিয়ে নিলেন কেন তিনি তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহল মহলে।