কলকাতা টুডে ব্যুরো:বজবজ বিধানসভার আটটি ওয়ার্ডে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। এদের মধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে দেয়া হয়েছিল ৮ টিতে, বিজেপির পক্ষ থেকে দুটি এবং কংগ্রেসের পক্ষ থেকে তিনটি ওয়ার্ডে মোট ১৩ টি প্রার্থী আটটি ওয়ার্ডে দিতে পেরেছিল। সেই কারণে বজবজ পুরসভার কুড়ি টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ডই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বজবজ বিধানসভার অবজারভার জাহাঙ্গীর খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাকি যে আটটিতে প্রতিদ্বন্দিতা চলছে তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়ে প্রার্থীপদ তুলে নেবে বলে আমাদের বিশ্বাস।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
পাশাপাশি বজবজ বিধানসভার বিধায়ক সাংবাদিকদেরকে জানান বিজেপি বা বিরোধীরা যাই বলুক, আসল কথা হল তারা প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজেই পাইনি। আগামী দিনেও আমরা সবাইকে নিয়েই উন্নয়নের শামিল হবো এটা আমাদের বিশ্বাস।
এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের এই জয় নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন। সবুজ আবির খেলে এই জয় তারা উদযাপন করেন।
তবে শাসকদলের এই সমস্ত দাবি উড়িয়ে বিরোধী পক্ষ থেকে বজ বজ এলাকাজুড়ে সন্ত্রাসের অভিযোগ তোলা হল।
Topics
SEC BJP TMC Administration Kolkata