Home সংবাদ ‘বিরোধীদের মানেন না মুখ্যমন্ত্রী,’ সূর চড়ালেন অধীর

‘বিরোধীদের মানেন না মুখ্যমন্ত্রী,’ সূর চড়ালেন অধীর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: “তৃণমূলের যদি রাজ্যপালকে পছন্দ না হয়, তবে এই সমস্যা নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকে সকলের সঙ্গে আলোচনা করা হোক। সবাই মিলে তার প্রতিবাদ করা হোক। কিন্তু রাজ্য সরকার তা করছে না। বিরোধীদের মানেন না মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্য সবার। রাজ্যের অধিকারের পক্ষে আছেন বিরোধীরা। কিন্তু সরকারের মধ্যে এই মানসিকতা তৈরি হতে পারছে না।”

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

এরপর বিধানসভার স্পিকার প্রসঙ্গে অধীর চৌধুরী জানালেন যে,” স্পিকারের কি নিজস্ব কোন ক্ষমতা আছে? নিজে কিছু করার কি কোন ক্ষমতা আছে তাঁর? ইতিপূর্বে বহুলোক কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিলেন। স্পিকারের কাছে বারবার দরখাস্ত করা হয়েছিল। স্পিকার দেখেছেন, বহু মানুষ কংগ্রেসের প্রতীক পকেটে নিয়ে তৃণমূল করেছেন। কিন্তু স্পিকার কোন ব্যবস্থা নিতে পেরেছেন কি?”

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়

অধীর এদিন অভিযোগ করেন,”অধীর চৌধুরী জানান, আইন-কানুনের বারোটা বেজে গেছে। নিয়মকানুনের বারোটা বেজেছে অনেক আগেই। বাংলার বিধানসভাতে কোনরকম আলোচনায় চলে না। রাজ্যের শিক্ষা নিয়ে, রাজ্যের স্বাস্থ নিয়ে, রাজ্যের বেকারত্ব নিয়ে বিধানসভাতে কোনো আলোচনাই হয় না।”

অধীর বললেন,”রাজ্যপাল মনে করছেন, ‘হাম কিসিসে কম নেহি‘, মুখ্যমন্ত্রীও মনে করছেন, ‘হাম কিসিসে কম নেহি‘। এভাবেই সবকিছু চলছে। তিনি প্রশ্ন করেছেন, যারা উচ্চপদে আছেন, তাঁদের দেখে তাঁদেরকে নিয়ে কী ধারণা তৈরি হচ্ছে এখনকার প্রজন্মের? এখন ভোটার হচ্ছেন, বা আগামী দিনে যারা ভোটার হবেন? তাদের মধ্যে কি মনোভাব তৈরি হবে?”

Topics

Adhir Chowdhury  CPM  Congress  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment